তোমরা যে বলো দিবস-রজনী
ভালোবাসা-ভালোবাসা !
সখী ভালোবাসা কারো কয় ?
সে কী কেবলই সংশয়ময় ?
সেকি চলতি পথের কাঙ্খিত সাইকেলের বেল ?
নাকি পড়তে বসায় ফাঁকিবাজীর কলিংবেল !
সেকি অস্টমীর সকালে হলুদ রঙের পাজ্ঞাবী-
নাকি হঠাৎ কষ্ট; দেখে তার পাশে আমার এক বান্ধবী!
সেকি ভীষণ ব্যস্ত, ভীড় ট্রেনের সবথেকে উজ্জ্বল মুখ!
নাকি সেই চেনা হাসি,যা সারিয়ে দেয় বিকেলের অসুখ
সেকি শ্রাবণের স্যাঁতস্যাঁতে দিনে বৃষ্টিভেজা ডেটিং ?
নাকি জানলার ধারে বৃষ্টিকে নিয়ে কারো সঙ্গে চ্যাটিং!
এত বছর ধরে যা দেখলাম তার নাম তো প্রেম;
কখনো আদিক্ষেতা, কখনো উপহার, কখনো বা ব্লেম!
উপলব্ধি করেছি কয়েকটা শব্দ,
যেমন- বিশ্বাস, বন্ধুত্ব, নিরাপত্তা, উষ্ণতা,
মাঝখান থেকে এই সংশয়ময় ভালোবাসা
জীবন থেকে আজ বেপাত্তা !!