' কী করে বললে তুমি, আমাদেরকে ফাঁকিবাজ ?
জানো না নাকি আমরা কেমন, কেমন আমাদের আওয়াজ !'
" তোরা ফাঁকিবাজ নোস্ ?" প্রশ্ন এল অপর দিক দিয়ে-
' মেনে নেব তোমার এই অপবাদ, আগে প্রমাণ করো যুক্তি দিয়ে'
" এই তো সেদিন এক মা,তার শিশুকে স্বচ্ছ ভারত রচনা শেখাচ্ছিল;
শপিং এ গিয়ে বরের বাইকে বসে প্যাকেট খানা ছুঁড়ে ফেলল-
সেই মা কী ফাঁকিবাজ নয়, দিল না ফাঁকি নিজের শিশুকে
তোরা বলবি, এ কিবা বিষয়, কত নোংরা রাস্তার ধারে থাকে !
তা যদি বলি একে ফাঁকিবাজী, যারা এর দায়িত্বে আছে,
সবাই বলবে আমি রোজ কাজ করি, সিস্টেমটাই বেজায় বাজে !
এবার বল্ কাদের ফাঁকিবাজী, যারা এই সিস্টেম বানালো ?
নাকি তাদের যারা আবার এদের বুড়ো আঙুল দেখালো ?"
' এত যুক্তি তোমার কাছে, বেশ শিক্ষিত মনে হচ্ছে-
ঐ দেখো, নব দম্পতি নতুন ঘর বাঁধতে যাচ্ছে ।'
" তা সে যাক, ওদের সম্পর্ক টা এখন বর্ষার জলে পুষ্ট,
শীত আসুক, তখন দেখা যাবে কে কাকে নিয়ে কতটা তুষ্ট !"
'তোমার তো দেখছি বেশ বড় গলা, তুমি ফাঁকিবাজ নও?
না হলে বেশ বয়স্ক, তা বলে ধোঁয়া তুলসীপাতা নও !'
" এটাই তোদের সবচেয়ে বড় প্রমাণ, তোরা কত্ত বড় ফাঁকিবাজ,
নিজেদেরকে সংশোধনের আগে অন্যের ভুল ধরাই প্রধান কাজ।
আমি ফাঁকিবাজ নই বলেই এখন ও সবাই হয়নি বিমর্ষ ;
আমি ধৈর্য, চেষ্টা, আগ্রহ, সাহস.....
তাই এখনো আশার আলো জ্বালে ভারতবর্ষ ।"