হয়তো তোমার সকাল হয় ভোর পাঁচটায়
আমি তখনও ঘুমিয়ে থাকি,
তুমি যখন খবরের কাগজ নিয়ে বারান্দায়,
আমি হিসেব করি কী কাজ রয়ে গেছে বাকী !
সে প্রত্যহ আমাদের ব্যস্ততা দেখে ভাবে
" আমি কী করি সারা বছর ? "
কেবল কটা পাখি এসে বসে ডালে-
আর হলুদ পাতা ঝরে পড়ে শীতভর...
বসন্ত তোমার কাছে হয়তো বিলাসীতা বা উষ্ম আমেজ
বর্ষা হয়তো বেশ স্যাঁতস্যাঁতে !
শরৎ আমার কাছে ছুটির আমেজ
গ্রীষ্ম কেটে যায় বৃষ্টির অপেক্ষাতে-
বর্ষশেষে এখন সে নিজেকে সাজাচ্ছে...
তার শাখা প্রশাখা সবুজ কিশলয়ে ভরা,
ধূসর পৃথিবীকে একেবারে রঙিন করে দিচ্ছে,
বসন্তকে বাঁচিয়ে রেখেছে সে...পলাশ আর কৃষ্নচূড়া !