আমি চাঁদকে প্রশ্ন করেছিলাম.... " ভালোবাসা কী?"
চাঁদ বললে," কাকে বলি বলোতো, ভালোবাসা...!
যে সূর্য আমায় প্রেয়সী বানালো আলো দিয়ে তাকে?
নাকী যে আমায় সুন্দরীর খেতাব দিল তাকে !
অথচ দেখো সূর্যের দেখার ও সময় নেই আমাকে,
আবার কেউ বসে থাকে... তাকিয়ে আকাশের দিকে-
ভালোবাসা আমার কাছে অপেক্ষা; নিজের অবক্ষয়-
অথবা আনন্দ, যখন জ্যোৎস্না কবিতার বিষয় হয়..!"
একই প্রশ্ন ছিল নদীর কাছে,
বলতো নদী ভালোবাসা কী?
সে বললে, " আমার শরীর চায় সাগরে মিশতে-
আমার স্বভাব চায় প্লাবনভূমি, দ্বীপ বানাতে...
নিজেকে হারিয়ে আবিষ্কার করা যদি প্রেম হয়
তাহলে আমি সাগর কে ভালোবাসি যদি তা না হয়
তবে দ্বীপ কে, ভালোবাসা দোটানা;ওটার ব্যাখ্যা হয়না "
এই একই প্রশ্নের জবাব চেয়েছিলাম ফুলের কাছে-
সে আমায় বললে এ সব প্রশ্নের উত্তর খোঁজাই মিছে!
" প্রজাপতি ডানা মেলে ধরলে মনটা আনন্দে ভরে
ঈশ্বরের পায়ে নিজেকে ধরা দিলে মনটা গর্ব করে...
ভালোবাসা আনন্দময় হলে ; 'প্রজাপতি ' -
তা যদি আধ্যাত্মিক হয় তবে তা অজ্ঞলী..."
এরা সবাই ত্রিকোণ প্রেমের গল্প বললো,
যেখানে দুজন নায়কের উপস্থিতি
একজন বেঁচে থাকার কারন হলে
অপরজন বাঁচিয়ে রাখার কিংবদন্তি !