উত্তরের হাওয়াটা বড্ড বেমানান
কেমন যেন সমস্ত কিছু শুষে নিচ্ছে-
গাছের পাতা গুলো কেমন হলুদ হয়ে
শেষবেলায় কেবল ঝরে ঝরে পড়ছে।
শুষ্কতা নির্জীব করছে মাটি টাকে
দূরের পাহাড় কে আবছা করেছে কুয়াশা
উত্তরের হাওয়া যেন কী একটা পাগল তাড়ায়
কেড়ে নিচ্ছে কারো বেঁচে থাকার আশা!
সাদা শাড়ীতে জড়ানো সেই মেয়েটার
সিঁথীটায় তীর্যক রোদ এসে পড়ছে _
উত্তরের হাওয়া তার কোলে করে মেয়েটার
সিঁদুর কৌটোর লাল রং নিয়ে গেছে-
উত্তরের হাওয়া টা বড্ড শুষ্ক
গায়ে শিহরণ জাগানো তার স্বভাব !
পারেনি শুধু সেই মেয়েটার চোখের কোণ শোকাতে-
যার জীবনে বেঁচে থাকার অক্সিজেনের অভাব..