উদাসী বিকেল, সূর্যের বাড়ী যাবার খুব তাড়া,
পাখিদের কোলাহলে জেগে ওঠে নিস্তব্ধ পাড়া -
সবুজ পাতার উপর ধুলো জমে করেছে তাদের মলীন
মাঠের শেষে দিগন্তরেখা ধীরে ধীরে হচ্ছে বিলীন।
সারাবছর এই আকাশ জুড়ে কত মেঘ জমলো
কখনো ঝড়, কখনো বৃষ্টি, আরও কত কিছু হল !
কখনো আলো,কখনো মিছিল, কখনো হাঁটু ভরা জল
রাস্তা বলে, "সামলে নেব, তোরা সবাই এগিয়ে চল।"
বেলাশেষে আমরা হয়তো বাড়ী যাবার তাড়ায়-
চেয়েও দেখিনা হয়তো, কীভাবে রোজ সন্ধ্যা ঘনায়?
রাত হয়তো শেষ হয় good night text দিয়ে
সকাল আবার শুরু হয় খবর কাগজে চোখ বুলিয়ে,
দেখতে দেখতে আবার গোটা একটা বছর শেষে,
নতুন ভোর জানান দেয় আমাদের জানালায় এসে-
নতুন কিছু পাবার আশায়,পুরোনো সব যেয়োনা ভুলে
ঐ দিনগুলোতে আর কষ্ট পেতে বারবার দেখতে যেয়োনা পুরোনো সিন্দুক খুলে...!