হঠাৎ করে সেদিন দেখি চাঁদ অর্ধেক ছায়ামন্দ্রিত
চন্দ্রগ্রহণের কথা মনে পড়ল , খবরে তা দেখাচ্ছিল
মা বলল ঘরে ঢোক হাত পা টা ধুয়ে নে
ঢুকে পড়লাম আমি, অমন সুন্দর দৃশ্য না দেখে!
বাথরুমে ঢুকে জল ছুঁতে গিয়ে হঠাৎ দাঁড়ালাম
প্রশ্ন করাতো হল না, কেন বাথরুমে ঢুকলাম???
বেরোবার আগে মনে হল কী দরকার ধুয়েই নিই !
অত প্রশ্ন নাই বা করলাম , নীরবে একটা জবাব দিই-
বিংশ শতাব্দীর জীবন ছন্দে এমন ঘটনা বিরল
চন্দ্রগ্রহণ দেখলাম বলে জলের ঘটে তুলসীর জল !
হা !! বৃথা আমার বিজ্ঞান, বৃথা বিজ্ঞানের বৈজ্ঞানিক
আমরা নাকি দেশের ভবিষ্যত, কুসংস্কারে মিথ্যা ধিক
রাতে আমার ঘুম এলনা,কেন আমিই হাত পা ধুলাম?
তাহলে কী আঁধার দেশে নিজের ঠিকানা বানালাম?
পরদিন সকালে স্কুলে গিয়ে বলল সব বন্ধুরা-
'চন্দ্রগ্রহণ দেখেছিস, কী সুন্দর'এবছরে সবার সেরা!
হঠাৎ আমি অবাক হলাম একজনের কথা শুনে,
-'জানিস, কালকে রাতে মা আমাকে স্নান করিয়েছে'
একের পর এক ফাঁস হল বিংশ শতকের প্রজন্ম
কুসংস্কারে আবদ্ধ সমাজ কবে নেবে নতুন জন্ম??
আদৌ কী নেবে? প্রশ্ন অনেক উত্তর মেলা ভার
হয়তো সংশয়,আকুলতা, পরেরদিন নতুন ভোর দেখবার !!!