যত বড়ই মিনার হোক, ঐতিয্যে তুমিই প্রাচীন,
নিতান্তই ওরা বয়সে ছোট, তোমার সম্পর্কে জ্ঞানহীন -
ইমারত যতই হোকনা খাড়া, তবু তোমার বুকেই বইবে পানের ধারা.....
তোমার দ্বারা সৃষ্টি মোদের, তোমায় ছাড়া পরানহারা
তুমিই পারবে ঐ আগুনের গোলাটার সাথে খেলতে
পাখিদের বাসায় ফেরাতে, ওদের কিচির-মিচির ডাক শুনতে,,
তুমিই পারবে ওদের আশ্রয় দিতে যারা আলোকে ভয় পায়!
না হলে কেনো অদৃশ্য বাতাস কেন তোমাকেই ছুঁয়ে যায়?????
ত্রিভুবনকে এক সাথে বেঁধেছ, তবু কোনো অহংকার নেই...!
মাহাত্ম্যে তুমিই শ্রেষ্ঠ চিনতে বাকি আমার নেই।
কিন্তু এই সভ্যতা নাকি হার মানতে শেখেনি,
তাই তোমাকে উপরে ফেলে, তুমি এখনো বুঝতে পারনি????
তোমার ঝিলিক মারা হাসি ওদের পরাজয় স্বীকার করায়!!!!
তোমার বক্ষে পা রেখে ওরা মেতেছে ধ্বংসলীলায়
যদিও তুমি এখন থেমে নেই, মেতেছ এখন খেলাতে
প্রানের তরী ডুবতে বসেছে আমার প্রানের মেলাতে
ওদের বলে কাজ নেই, তাই তোমায় ১ টা প্রশ্ন করি??
কেন তোমাদের যুদ্ধে ঝরে শুধুমাত্র ওদের বারি
"ওরা" কারা বুঝতে পারছোনা, ঐযে যাদের চালচুলো নেই-
যারা জানে শুধু হারতে, যাদের নুন থাকলেও পান্তা নেই।