পালা বদলের পালা এলে;সময় ঠিক জানান দিয়ে যায়,
যেমন করে বৃষ্টি নামার আগে আকাশ কালো হয়ে যায়।
যেমন করে খরা হওয়ার আগে মাটির বুকে চিঁড় ধরে,
যেমন করে কিছু হারানোর আগে মন তাকে খুব আঁকড়ে ধরে !
যেমন করে একলা হবার আগে আমি ভীষণরকম ব্যস্ত থাকি-
যেমন করে প্রেমিক বদলের আগে তাকে অন্যভাবে আঁকি,
যেমন করে প্রেম আসার আগে এখনও পাখি গান গায়,
" শোন মেয়ে, এই শ্রাবনেও এক পথিকের ঠোঁট শুকিয়েছে তৃষ্ণায়"
তেমন করেই দিন বদলায়, চেয়ার-মুকুট অন্যজনের হয়,
পাশের মানুষ মনেই থাকে, হয়তো সে অন্যকারোর পাশে দাঁড়ায়।
শুধু পরিবর্তন তাড়াতাড়ি হয় বলে, সময়ের চেয়েও মুহুর্ত বেশি দামী,
তাই তোমায় খোঁজা শেষ হয়না, এদিকে প্রত্যেকদিন ভেতরে জন্ম নেয় এক নতুন আমি।