বড্ড মেকি, সে নয় কী ?
নাম জানিনা, তাতে কী !
কথা বলে ? শুধু চোখে-
গোধূলী রঙে আবির মাখে।
দেখা হয় রোজ তার সাথে ?
জানিনা তো সে যায় কোন পথে।
খবর নিয়েছো; ঠিকানা কোথায় -
বৃষ্টি হলেই তো সে ঠিকানা হারায়।
বেপরোয়া না শান্ত সে ?
হয়তো স্বভাব ঢাকে শান্ত মুখোশে।
সব অজানা, আছে কী বাকি আর ?
অভ্যাস নেই, অনাদর আর স্বাধীনতা অপার।
ব্যস্ত মনের নির্জন এক কোণে,
প্রেমিক হয়ে সে বাবুই বাসা বোনে।
ক্ষতি নেই তাতে বাস্তব নেই বলে,
সব বাস্তব কী আর সত্যি কথা বলে ?