' আই লাভ ইউ... সত্যিই বলছি ভালোবাসি-
ভীষণ ভীষণ ভালোবাসি তোকে,'
ম্যাসেজটা দেখে তখন সৃষ্টির চোখে বানভাসি
চিনতে পারছেনা সে তখন নিজের প্রতিচ্ছবিকে।
মন তখন ঘুড়ির মত উড়ছে, অন্তহীন;
এতদিনে তবে সে বুঝতে পারলো।
হৃদয় তো তাকেই ভালোবেসেছে সীমাহীন,
আজ সব অপেক্ষার অবসান হল।
কিন্তু , রিপ্লাইটা যেন কেমনতর বেমানান-
' আমি তোকে চিনতে পারিনি আজও
এখনও সময় আছে, নিজেকে বদলে ফেল,
তোর নিজের পছন্দের উপর ভরসা নেই কেন?'
প্রিয় বান্ধবীর প্রাক্তন প্রেমিককে উত্তর দিল,
ওর হৃদয়ের রাজপুত্তুরকে প্রত্যাখ্যান করে,
কোথাও না কোথাও তো ভাঙার শব্দ ঠিকই হয়েছিল-
ওকে ভাঙতে পারেনি, কারণটা বোধহয় ও হৃদয় অবাধ্য মেয়ে বলে।
মা নাম রেখেছিল বাণী, ভালোবেসে বোধহয়,
বাবা ত্যাগ করেছিল হয়তো অন্য কাউকে ভালোবেসে!
ওর নামের আগে ক-খ-গ-ব যুক্ত করে অনেকে ডাক দেয়,
কাজ অপছন্দ হলে কেউ আবার দু-চার ঘা দেয় কষে।
মন কতবার বলেছে, কী হবে লেখা-পড়া করে?
তুই কী শিক্ষিত ঝি হবি নাকি রে !
পাত্তা পায়নি সেদিন খিদের জ্বালা ঐ গরীবের ঘরে,
বানী দিদিমনি ১-বি তে, এখন সে মানুষ গড়ে।
বাবা-মার উপর চাপ বাড়ছে ভীষণ,
ছোটো বোনটাও নাকি সম্পর্কে জড়িত।
টি-টেবিলের ওপার থেকে চলছে অদৃশ্য শোষণ,
অনেকদিন যাবৎ একই নির্যাতনে পীড়িত।
বুকের বাঁ পাশের যন্ত্রটা বারবার বলেছে বাধ্য হতে,
কী হবে বেকার শূণ্যের দিকে হাত বাড়িয়ে ?
আকাশ বলেছিল, " লাগিয়ে মাটির প্রলেপ ঐ ক্ষতে-
আয়তো পাখি হবি, আমার অবাধ্য মেয়ে।"