ওদের কেউ সুন্দর হতে বলেনি বলেই বোধহয়
ওরা এতটা সুন্দর-
কেউ ওদের উঁচু হওয়ার সারিতে বাঁধেনি বলেই বোধহয়
ওরা মাটির সুখেই মুখর !
কেউ ওদের জল, সার,পরিচর্যা দেয়নি বলেই বোধহয়
ওদের শিকড় মাটির অত গভীরে,
কেউ ওদের দেখতে ব্যস্ত নয় বলেই বোধহয়,
দেখনদারিটা নেই ওদের শরীরের বাইরে-
কেউ চাহিদার কারণে হাইব্রিড করেনি বলেই বোধহয়-
ওদের রং এতটা উজ্জ্বল,
কেউ ওদের প্রতিযোগিতায় নামায়নি বলেই বোধহয়,
ওরা প্রত্যেকে প্রত্যেকের প্রশংসায় বিহ্বল।
পাহাড়ের ঘাসফুলগুলোকে দেখে এতক্ষন এই কথাই-
ভাবছিল শহর থেকে তুলে আনা এক গোলাপ
ওদের দেখে ওর হিংসা হচ্ছিল ঠিকই
আবার ভাবছিল হয়তো একটু যদি হত আলাপ !
কী সুন্দর-প্রজাপতি ওদের গায়ে এসে বসেছে,
হাওয়ার সাথে দুলছে ওদের চিরকালীন শৈশব,
এদিকে রাসায়নিকে পুষ্ট গোলাপ হাটে এসেছে-
চারিদিকে শুধু দর কষাকষি আর বেচা-কেনার রব।