লাল রঙের ওড়নাটাকে সজোরে বুকে চেপে ধরে সে;
আর তার বাকী অংশ হাওয়ার তালে ভাসে ।
তখন সবেমাত্র আমি চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে-
দৃষ্টি গেল আটকে ,হঠাৎ তার দিকে তাকিয়ে !
বেসামাল তখন আমার মন,
রূপ পরিবর্তন করে আবহাওয়া!
সেদিন বিকেলে রক্তিম সূর্যের জায়গায়-
হঠাৎ বইল কালবৈশাখীর ঝোড়ো হাওয়া...
হঠাৎ ই সে গায়েব হল,আমিও বাড়ী ফেরার তাড়ায়;
মন যেন চাইছিল, রাতের স্বপ্নে যেন সে এসে দাঁড়ায়!
এই প্রথম কাউকে দেখে তাকে আবিস্কারের প্রয়াস-
এই হয়তো আমার প্রথম প্রেমের অনভিজ্ঞ প্রকাশ...
পরদিনটা ব্যস্ত ছিল,
একটা বিয়ে বাড়ীর ম্যানেজমেন্টের দায়িত্বে-
সন্ধ্যা ৭ টার নাগাদ লগ্ন,
বিকেলে লোক এল কনেকে সাজাতে,
কোনোদিন ভাবিনি,
এত তাড়াতাড়ি তার দেখা পাব....!
যার লাল ওড়না,
আমার গতরাতের ঘুম কেড়ে নিয়েছিল!
আজ সন্ধ্যার প্রধান আকর্ষন সে,
চাঁদও হয়তো দেখছে তার ছবি !
যার নামটা জানার এত কৌতুহল ছিল,
সে বদলাতে চলেছে তার বর্তমান পদবী...
আবার যদি কোনো এক বিকেলে,
এমনই হঠাৎ হাওয়া বয়;
আবার যদি কারও ওড়না
এমনই এক বিকেলে বেসামাল হয়-
আবার যদি সানগ্লাসের ভেতরে থাকা চোখ
কারও পানে থমকে যায় !
তার ওড়না যেন হলুদ রঙের হয়,
তা সে স্বপ্নে হোক বা বাস্তবের রাস্তায়।