অজানা পথে এক মুহূর্তে হারিয়ে গেলাম আমি
কীজানি এপথে আর কোনোদিন ফিরে আসব নাকি?
আমার কথা আজ লিপিবদ্ধ অঙ্গীকারের ভাষায়,
আমার কথা আজ খাঁচাবদ্ধ দুর্দিনের দুরাশায়-
আমার অন্তরে প্রাণের দীপ জ্বলছে চূড়ান্ত শিখায়;
আমার অন্তরে তীব্র আকাঙ্খার ঝড় মিশছে ধূলায় !
আমার চোখে নিষ্কলঙ্কতার পবিত্র ছাপের কাজল-
আমার চোখে ভরল ব্যথা আর বেদনা ভরা জল ।
আমার হাতে ভর করে উঠল সেদিন এক বৃদ্ধা-
আমার হাত সেদিন এক গড়নকে দিল ভাঙিয়া !
আমার ঠোঁটে সেদিন আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠল,
আমার ঠোঁটের এক আঘাতে আলো-ঘরে আঁধার হল
আমার আমি সবকিছু বাঁধতে চাই ভালোবাসায়-
আমার আমি থমকে দাঁড়াই বাঁধন ছেঁড়ার ভয়ে !