মাটি দিয়ে তৈরী হলো
বাইরের গঠন,
সাজিয়ে নিলাম তারে আমি
মনের মতন।

আগুনে পুড়ে শক্ত হলো
মানিক রতন,
সংশোধন করলাম আবার
করিয়া যতন।

বাতাসের সাথে এলো
রঙের ছোঁয়া,
শুদ্ধ করতে তাই
বারে বারে ধোঁয়া।

অন্তরীক্ষে ঘুরে এসে
দূর হয় ভয়,
ছেড়ে দেও এবার সে
করুক বিশ্বজয়।।