স্নেহের আশীষ গিয়েছে বিষিয়ে
মিথ্যের স্বাদ নিয়ে,
পুরানো কথা ভুলবো কি আমি
সন্তান পানে চেয়ে?
দিবা শেষে মোর ক্লান্ত চরণ
পাই না সুখের স্বাদ,
মুখে হাসি এলে বলবে লোকে
হয়ে গেছি উন্মাদ।
কিসের আশায় রইবো বেঁচে
খুঁজে মরি মিছে মিছে,
যেমন পথিক হারিয়েছে পথ
মরিচীকা পিছে পিছে।
একটি শুধু প্রশ্ন জাগে
অবচেতন এই মনে,
আর কত দিন ভুগতে হবে
চেয়ে থেকে তব পানে?