কর্ণ বেচারা জানত সবই-
করবে এখন কি?
না ঢেলে উপায় আছে-
আগুনের মধ্যে ঘি।
সে জেনেও চুপ রইল-
দেখি কি হয়?
ওরা কি পারবে করতে-
পুরো বিশ্বজয়!
অর্জুন গেল, চার ভাই সাথে-
আরও আছে মা,
দেখি যদি এবার সাড়ে-
মোদের পুরানো ঘা।
চলতেছিল সবকিছুই-
পরিকল্পনা মত;
হঠাৎ আবার বাঁধ সাধল-
পুরানো সেই ক্ষত।
মোমের বাড়ি লেগেছে আগুন-
নেই কোন গুণাগুণ,
তারপর যদি উঠে ঝড়-
সবাই বলবে, মর।
কেউ কি জানে এই বাড়িতে-
কোনটার কত দর!
কুন্তী ডাকলো,
পাঁচ ভাই এলো
করবো এবার কি?
অর্জুন বললো,
সুরঙ্গ বানাবো,
সবাই পালাব
দেখবে ভেলকি!
উঠাল তির, সরিয়ে ভীড়,
বানাল এক নীড়;
এখানেই থাকব সবাই -
যাব না মন্দির।