অন্যদিকে শকুনি তো-
দুর্যোধনের মামা,
দেখবো আমি কোথায় শেষ-
এই পঞ্চনামা,
পরণে যদি না থাকে তো-
না থাকবে জামা,
উপরে তুলবো ভাগিনারে-
সাথে মিলবে মনোরমা।
শকুনি কষলো এবার-
নতুন এক ছক,
করতে হবে পঞ্চশিকার-
দেখাব এক বক।
যদি হয় রাজ্যছাড়া,
তখন দেখাবে এদের ন্যাড়া।
পেছন থেকে বলবো ভাই -
এবার তুই একটু দাঁড়া।
করবো তাদের এমন এক-
যজ্ঞের প্রস্তাব,
তখন দেখব মিলে যাবে-
একদম খাপে খাপ।
চোখের নিমেষে ভুলে যাবে-
কে এদের বাপ!
মা বললো, আমিও তো-
যাব তোদের সাথে,
এমন যজ্ঞের কথা কভু-
শুনিনি তো আগে!