কর্ণ তখন ধরলো এক
ব্রাহ্মণের বেশ,
এক মনে করলো ধ্যান-
বসি পাহাড়ের পাদদেশ।
পরশুরাম দিল দেখা
বেশ কিছুদিন পরে,
আর কিছু নাই তো আমার
শূন্য ভান্ডারে।
শিষ্য রূপে তোমাকে আমি
করলাম বরণ,
ক্ষত্রিয় নাশে যে বিদ্যা
দেখেছে বিশ্বজন,
তুমি পাবে সেই শিক্ষা
রাখিও স্মরণ।
অন্যদিকে একলব্য-
ক্রোধের আগুনে পুড়ে,
সবার আড়ালে হয়ে উঠলো-
এক টুকরো হীরে।
শ্রীকৃষ্ণ জানত সবই-
তাই দংশিল তারে,
আগেই পাঠায়ে দিল তারে-
জগতের পরপারে।।
অর্জুন পূজে যুধিষ্ঠিরকে;
বড় ভাই বলে কথা।
সেই তো আমার সব;
হবেন মাতা ও পিতা।
কিন্তু সে তো সত্যবাদী;
কোথায় পাবেন বল!
আমরা যদি না ধরি তার-
জীবন-কাঠির কল।।