একবার তো দান করলো
দৈব-সুরক্ষা,
এবার যদি করে কেউ
প্রাণ-ভিক্ষা,
আবার এসে হাজির হয়
পুরানো যক্ষা।

অর্জুনের বিরোধ ছিল
সর্পকুলের সাথে,
শকুনির যজ্ঞে তাই
তক্ষক নাগ জাগে,
ফোঁস ফোঁস শব্দ তার
প্রতিটি নিঃশ্বাসে,
প্রতিটি কথায় যেন
পুরানো রাগ ঝাড়ে,
সুযোগ পেলে এখনই
অর্জুনকে মাড়ে।

তক্ষকেরও ভক্ষক আছে
ডাকে যদি ওঝা,
এক নিমেষে হয়ে যাবে
লাঠির মত সোজা,
বুঝবে তখন কত কঠিন
বাঁকা উঠানে নাচা।

অবশেষে আসলো মাথায়
সঠিক যুক্তি,
শূন্য-তীরে বসাতে হবে
দিতে মুক্তি।
কর্ণের তীরের উপর
তক্ষক ভর করে,
পাঠিয়ে দেবে অর্জুনকে
ধরণীর পরপারে।