রাক্ষসের সামনে সব
বিন্দু বালুকণা,
আস্ত আস্ত গিলে ফেলে
যেমন চিনির দানা।
চোখ যখন যায় তার
দুর্যোধনের দিকে,
কর্ণ কেবল আটকায়
বাধা হয়ে ফিকে।
কোন বাধায় কাজ না হয়
এ যে রাক্ষস মহাশয়!
কর্ণ আর দুর্যোধনে
দ্রুত কথা কয়।
শেষমেষ ইন্দ্রদেবে নিয়ে স্মরণ;
না শুনে বারণ,
ইহাই আনবে ডেকে
তোমার মরণ।
ফলা থেকে তীর যখন
বের হয়ে আসে,
গগণভেদী আওয়াজে
সবার হৃদয় কাঁপে।
ছেড়ে দিলো নিঃসঙ্কোচে
বন্ধু যদি বাঁচে,
পরে দিব মন আমি-
অন্য কোন কাজে।
অন্যদিকে অর্জুন-
বুঝলো এখন;
কেন কৃষ্ণ বলেছে
থাকতে গোপন!
যা হোক হয়ে গেছে
এখন কিসের ভয়?
বধিব তারে আমি
করতে বিশ্বজয়।