কর্ণ বলে, আজ অবধি-
ফেরায় নি খালি হাতে,
যা খুশী চাইতে পারো
আমার জীবন বাদে।
দাও তবে কবচ-কুণ্ডল
এই ভিখারির হাতে,
জীবন মায়া ত্যাগ করো
শান্তি পাবে তাতে।
হাসি মুখে কবচ-কুন্ডল
করে দিল ত্যাগ,
জানি আপনি ইন্দ্রদেব
নেই কোন রাগ।
চরম ব্যাথায় কর্ণ আর
দাঁড়াতে না পারে,
ছলনাময় ইন্দ্রের মাঝেও
মায়া ভর করে।
পুত্র তোমার দানে আমি
হয়েছি ভীষণ খুশি,
তোমার দানের পুরষ্কার
নাও তুমি বুঝি।
দান করেছি আপনারে
আমার স্বভাবে,
বিনিময়ে কিছু নেয়ার মত
নাই অভাবে।
বিনিময় নয়, ভালোবাসা মোর
দিলাম তোমার হাতে,
যে কাউকে বধ করবে
একটি আঘাতে।