দুর্যোধনের সামনে দাঁড়ায়
সাহসী কর্ণ,
অর্জুন হয় হতভম্ব!
কি এর বর্ণ?
কর্ণ ভাবে মনে মনে,
স্মরিবে মোরে তুমি
প্রতি ক্ষণে ক্ষণে।
সূর্যালোকের কাছে কভু
জিগিছো বর্ণ?
সেই তোমার সামনে দাঁড়িয়ে
হয়ে কর্ণ।
এক আলোয় সাত রং
রয়েছে বাধা,
তোর কাছেতে সবকিছু
লাগবে গোলকধাঁধা।
অর্জুনের বিস্ময় দেখে
আসল পিতামহ,
সবকিছু দেখলাম আমি
পরে না পিছায়ও;
যুধিষ্ঠিরই এই বংশের
আসল প্রদীপ,
ওর কপালেই দিতে হবে
তোমাদের রাজটিপ।
পিতামহকে মানত সবাই
পেয়ে গেল ভয়,
কানে কানে শকুনি বলে-
আর কথা নয়,
সময় হলে দেব বুদ্ধি
করে নেব জয়।