স্বর্গ থেকে আসে বাণী,
কেবা শোনে কি তার জানি?
মানুষ করে কানাকানি;
কুন্তী ভাবলো,
এ কি হলো?
কি ছিল মোর দোষ?
সে তো সাধু, ভগবান জানি;
কেন করেন ফোঁস ফোঁস!
তার জন্য, হয়ে হন্য,
সব করেছি বিসর্জন;
তবু কেন সে দিল এ বর-
পাই নি কি তার মন?
বাচ্চা আসবে প্রকৃতি থেকে,
এ আবার কেমন বর!
আমার স্বামী, তবে কি মোরে-
করে দিবে পর?
কুন্তীর আছে অনেক ক্ষমতা,
বললো না কিছু কারে;
পারবে কি কভু করতে সমতা-
প্রকৃতির দ্বারে দ্বারে?