তুলির আঁচড়ে মাটির মূর্তি
হলো সোনার দেবী,
দুই দিন যায় হাসি খেলায়
দুই দিন পর ডুবি।
কত না সুখের স্বপ্ন দেখি
মায়ের প্রতিমা হেরি,
বিদায় বেলায় এক মুহূর্ত
হয় না তোমার দেরি।
অসুর বধের উল্লাসে তব
নেচে উঠি মোরা সুখে,
কোথা থেকে যেন একটি আঘাত
ধেয়ে আসে মোর বুকে।
আবার অসুর উঠবে জেগে
বসবে পূজার মেলা,
জীবনটা মোর পূজার মতই
ভাঙা গড়ার খেলা।।