এই অগ্রহায়ণ মাসে
কে দাড়াবে আমার পাশে?
সবাই ব্যস্ত ধান কাটতে,
কে আসবে আমায় সাহায্য করতে!
পাওয়া যাচ্ছে না দিন মজুর।
কি হবে হুজুর?
এখন যদি তুমি নিয়ে আসো বৃষ্টি,
হয়ে যাবে ধানগুলো থেকে অঙ্কুরের সৃষ্টি।
অধিক বৃষ্টির ফলে
আসবে বন্যা কল কলিয়ে;
কি হবে আমাদের উপায়?
ডুবে যাবে যে ধান গুলো বন্যায়।
কি খাব সারাবছর?
খালি হয়ে যে যাবে আমার ভাড়ার।
তুমি দিন দয়াময়,
কেন হচ্ছ না আমার উপর করুণাময়?
এই কালো বাদলের ডাকে
ভয়ে ঘুম যায় ভেঙে।
মনে হয় এই বুঝি পড়লো জলেরধারা,
ধান কাটতে সাহায্য করবে কারা?
আমি যে একা,
কাটতে পারিনা যে এত বড় বিঘা ||
এই অসহায় কৃষকের প্রার্থনা কেনো তুমি শুনো না!
তুমি বিধাতা
তোমার কাছে আছে খাতা |
দেখো তোমার পাপ পূন্যের খাতায়—
করেছি পাপ আমি কোথায়?
তব কেন শুনছো না আমার কথা
'হে জগতের পিতা' ।।