বজ্রাঘাতের পর যখন।        
         শুরু হয় কইয়ের হইচই।  
গ্রামের লোকেরা তখন   ।    
                     ধরে শুধু কই।    

                
      গ্রামের পুকুর পাড়  
               জল ভরা মাঠ    
   সকল স্থানেই বসেছে।
              লোকদের হাট।।    
      
         হাতে তীক্ষ্ণ টেটা    
               পিঠে খলই ,  
              ধরছে সবাই    
             কই আর কই ।  
  
         মাঠের জোকে  কামড়ে ।  
     জলে রক্ত ভাসে      
           আবার বৃষ্টিতে ভিজে।
    তাদের জ্বর আসে   ।।  

                 এখানেই শেষ নয়
                      এই সবে শুরু।

                ঔষধের প্রভাবে।        
  অসুস্থতা যায় ভেগে।
           মানেনা তাদের হিয়ে।  
তাই ফিরে যায় মাঠে।  

        কইয়ের নেশায়।      
      সবকিছু ভুলে।      
      নেশাখোর সবাই।
  জীবন দেয় তুলে ।।


                           — কবি পূর্ণাংশু নাথ