আজ আমার খুব কনফিউশন।।
পাথরকুচি নাকি কুচি পাথর নয়
গাছের নাম পাথরকুচি
       সে কী করে হয় !


বন্ধোপাধ্যায় মানে ব্যানার্জি,
মুখোপাধ্যায় মানে মুখার্জী হয় ।
তবে গঙ্গোপাধ্যায় মানে
   গ্যানার্জি কেনো নয় !


                  শুনেছি বুদ্ধি থাকলে                  
                  দেশ জয় করা যায়।  
                তাহলে আকবর সম্রাট
                   বীরবল কেনো নয় !


দোকানে গিয়েছিলাম কাপড় কিনতে, দোকানি বলে — ‘কেনবেন জামদানি’  
আমি বলি —
আরে ভাই কাপড়ের দোকান টাকে        
    নার্সারি বানিয়ে ফেললে  নাকি ?

        ইংরেজি এমন কত শব্দ আছে       যাদের বাংলা অনুবাদ লুকিয়ে রয়েছে।          
        চেয়ার কে যে কেদারা বলে    ।    
         সেটা কিভাবে বেরিয়ে গেছে ।।

  আমরা জানি চব্বিশ পাতায় এক দিস্তা।  
   চব্বিশ দিস্তায় এক রিম      
  দুকানির সাথে এই হিসাবের
       নেই কোনো মিল ।।