ওই যে দেখছ খোকা ,
সে বড় বোকা ।
খায় শুধু এগ্রুল ,
পছন্দ করে লাল ফুল ।


স্কুলে যেতে চায় না !
যোর করলে  শুধু করে কান্না ।
হতে চায় ডক্টর ,
চালায় ট্র্যাক্টর  ।
খেলতে গেলে সকালে ,
ফিরে আসে বিকেলে ।।


দুকানে যায় রেশন কিনতে ,
ঘরে ফেরে খালি হাতে ।
বুঝে না যে ,সে করবে কি ?
করে শুধু কাজে ফাঁকি  ।।


ছেরা কাপড় লাগিয়ে ,
ঘুরে বেড়ায় যেখানে সেখানে ।
তাকে বললে , কাকা ;
সে শুনে পাখা  !
তাই তো সে এত বোকা  ।।