মাঘ মাসে পঞ্চমী তিথিতে,
তোমার আগমন হয় তাতে।
তোমার আগমনে জ্ঞানের ঢেউ আসে ,
সেই ঢেউয়ে সবাই ভাসে ।


কলাপাতায় প্রণামী মন্ত্র লেখা,
হাতেখড়িতে প্রথম অক্ষর শেখা ,
তোমার আশিসে  মা গো -
দূর হবে সকল ব্যথা ।

শ্বেত কমল আসন তোমার,
বীণার সুরে জগৎ ছড়ায় ।
হঁংস তোমার বাহন হয় ,
তোমার রূপে ধরা মুগ্ধময় ।

তুমি মা বীণাপাণি,
ব্রহ্মার অর্ধাঙ্গিনী।
তোমার সামনে এলে ,
মুছে যায় সকল গ্লানি।
তোমার আশিসে মা গো—
আমার  কলম  লিখে পদ্য।

এসো মা গো সরস্বতী,
অজ্ঞানতার অন্ধকারে জ্বালাও দীপ্তি।
তোমার জ্ঞানের আলোর তেজে ,
সকল অজ্ঞানতা যাবে মুছে।

শেষে মাগো আমার নিবেদন—
ছাত্রদের পরীক্ষার রণে,
তুমি যেন থেকো সেখানে ।