আমার নাম পূর্ণাংশু নাথ মজুমদার । আমার জন্ম 2008 সালে বরাক উপত্যকার শিলচরে হয়েছিল । আমার বর্তমান নিবাস হাইলাকান্দি জেলার আলগাপুর গ্রামে । আমার বাবার নাম পঙ্কজ নাথ মজুমদার , মায়ের নাম শিল্পী নাথ মজুমদার । আমার বোনের নাম স্নেহা নাথ মজুমদার। আমার কবি জীবনের সূচনা হয়েছিল ২০২৩ সালে । আমার লিখা প্রথম কবিতা হল — "দুর্ভাগা ফড়িং" । প্রথম গল্প —“অচেনা শিলচর ভ্রমন ” । আমার লিখা প্রকাশিত বই দুটি হচ্ছে — “ জগত কল্পনা” ও “রুদ্র শক্তি”।
আমি এই বাংলা কবিতা কবিদের আসর ওয়েবসাইটে কিছুদিন আগেই যোগ দিয়েছি।

আমার লিখা প্রকাশিত বই জগৎকল্পনা পড়ার অনুরোধ রইলো —
https://drive.google.com/file/d/1O3Vbi-l-zQSyBURFZQmG-_5szgX6neh1/view

আমার রুদ্র শক্তি বইয়ের লিংকটি নিচে দেওয়া রইল —
https://roylibrary.in/2024/01/23/rudrashakti-story-poems-book-in-bengali/