বাজারের ময়লা আবর্জনার স্তূপের আড়ালে
অবাক বিস্ময়ে আকাশের দিকে চেয়ে উদাসী
উদাসী, এই নামেই তাঁর মা ,ডাকতো একদিন
এখন পাগলী বলেই ডাকে সবাই
পাগলীর জীবনে কখন বরষা গেল
শরৎ এলো,কাশফুলের মেলা বসল কবে কোথায় ?
উদাসী সে, পাগলীর তাতে কী আসে যায় !
তবুও ময়লা আবর্জনার স্তূপের পাশে
বাজারের শেষে , ভাঙা চালচুলোহীন টিনের ঘরে
রোদ ঝড় বৃষ্টি মাথায়, কতো বছরের পর বছর
এক বুক অপেক্ষায়; অর্ধনগ্ন বিগত যৌবনা উদাসী
সেই উদাসী, এখন যাকে পাগলী বলে ডাকে সবাই
প্রতিদিন স্নান করে না ,মাথা ভর্তি কোকড়া চুলে
চিরুনি আর জোটে না ;তেলহীন গোছাভরা চুল গুলি
অযত্ন আর অবহেলায় জট পাকিয়ে যায়
তবু একটি টকটকে লাল গোলাপ
তার জটা চুলে কানের পাশে
এখনো সে আশায় আশায় অপেক্ষায়
যদি কখনো তার প্রেমিক আসে
উদাসী যে, পাগলীর মাথায় কেন গোলাপের বাহার
শতজীর্ণ রংচটা হলুদ শাড়িটি সে কেন পরে বারবার
কোন পথচারী কোন শিল্পীজানতে চায়নি তারকারণ
কোন তরুন কবি, এক পঙতি কবিতা লিখেছে কি ?
কে কী করলো আর নাই করলো, সেদিনের উদাসী
আজকের পাগলীর, কিছুই আসে যায় না তাতে
ময়লা আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ আসে , ভাসে
তবু এখনো সে পথ চেয়ে বসে প্রতিক্ষায়
যদি কখনো তার প্রেমিক আসে , যদি আসে সে