স্বাধীনতা তুমি কোথায়
ছদ্মবেশে অভিধানের পাতায়
বাঁশ দড়ি পতাকায়
নাকি ইট সিমেন্টের বেদীতে
নাকি শত শত শহীদের
আত্মীয় পরিজনের স্মতিতে
কোথায় তুমি স্বাধীনতা
যাত্রা থিয়েটারে নাটকের মঞ্চে
উপন্যাস গল্পে কবিতা গানে
নাকি নেতা নেত্রীর ভাষণে
স্বাধীনতা কোথায় তুমি
মানুষের পকেটে মোবাইল রিং টোনে
নাকি সোস্যাল মিডিয়ায়
ফেস বুক ওয়াটস্ অ্যাপ প্রফাইল পিকচারে
তোমাকে খুঁজে খুঁজে
ভীষণ ক্লান্ত আমি
স্বাধীনতা, তবুও তোমাকে পেতে চাই
উন্মুক্ত চেতনায় প্রেমিকের চোখে
শহুরে রাস্তায় ফুটপাতে
হকার ফেরিওয়ালার মুখে
কেন তুমি আবদ্ধ থাকবে
শুধুমাত্র কল্পনার চিত্রকলায়
স্বাধীনতা, তোমাকে চাই
বেকার যুবকের চোখে
শ্রমিক কৃষকের হাহাকারে
অন্ধ ভিখারীর ঘামে ভেজা কাপড়ে
বাস্তবতায় মানবিকতায় ভালোবাসায়
তুমি কোথায় স্বাধীনতা
কবে, কবে আসবে তুমি ?