স্মৃতি আর ভবিষ্যতের
চলতি পথে হঠাৎ দেখা ;
তারা একে অপরকে বলে -
দেখা যখন হলো তবে,
চলো দিগন্তে গিয়ে বসি
মুখোমুখি দুটি মনের কথা বলি
স্মৃতি বলে - কেমন আছো বলো'ভবিষ্যৎ' ?
- তোমাকে নিয়েই বেঁচে আছি এই, আর তুমি?
- সব ই তো জানো অন্তর্যামি ,
আজো এ বুক জুড়ে কেবলই তোমার ই অস্তিত্ব ;
আচ্ছা স্মৃতি, তোমার বয়স হলো কত ?
- ঠিক বলতে পারব না,
হতে পারে, ঠিক তোমারই মতো।
তবে বয়োবৃদ্ধ আকাশের নিহারিকা বলে-
সূর্যের সমান, অন্যেরা বলে আরো বেশী!
তা ভবিষ্যৎ, তোমার বয়স কত হলো ?
- আমার ও ঠিক অজানা, তবে
জ্যোতিষ্করা বলাবলি করে ;
তুমি আমি জমজ, সমসাময়িক !
তা হোক, বাদ দাও; ছাড়ো ওসব -
এখন যাবে কোথায় ?
- ঠিক নির্দিষ্ট কিছু নেই,
হেঁটে চলেছি, হাঁটছি; অন্তহীন পথ হাঁটা!
অতীত থেকে ইতিহাস, ইতিহাস থেকে প্রাগৈতিহাসিক
আর স্মৃতি, তুমি কোথায় চলেছো ?
- আমিতো তোমার সন্ধানে বেরিয়েছি ;
তুমি যখন ই পিছন ফিরবে, আমাকে দেখবে -
তোমার পিছে কেবলই, আমাকে পাবে তুমি ।
_______