অ- অনশনে বসে রানী
লুকিয়ে খায় বিরিয়ানি ।
আ- আঁতা ভারি মিষ্টি
প্রকৃতির সৃষ্টি ।
ই- ইমন রাগের গান
শুনে আমার জুড়ায় প্রাণ ।
ঈ- ঈশান কোনে মেঘ করেছে
গরু বাছুর তাই বাড়ি ফিরেছে ।
উ- উমা এবার আসবে কি করে
কোরোনা ভাইরাস যে ঘরে ঘরে ।
ঊ- ঊষাকালে হাঁটো জোরে
শক্তি হবে কলেবরে ।
ঋ- ঋণে ঋণে বাড়লে দেনা
এক জীবনে শোধ হবে না ।
এ- এত এত বই পড়ে
খোকা যাবে অনেক দূরে ।
ঐ- ঐরাবতের শুঁড়ে চড়ে
সওয়ারী চলে মজা করে ।
ও- ওই দেখ ভাই সূর্য ওঠে
মন দাও নিজের পাঠে ।
ঔ- ঔষধ খেয়ে নাও তাড়াতাড়ি
রোগ পালাবে যমের বাড়ি ।