সেই সকাল থেকে দেখছি ,
কখনো প্রখর রৌদ্র ;
কখনো আবার ঘোর অন্ধকার !
গোমড়ামুখো আকাশ ,
রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা ।

সেই সকাল থেকে দেখছি ,
আস্তো সূর্যটাকে কেটে কেটে-  
টুকরো টুকরো করার  ;
অধীর অটল চেষ্টা চলছে ।

সেই সকাল থেকে দেখছি,  
রোদ-বৃষ্টির ভারে ক্লান্ত
পরিশ্রমী দিনটি, অবসর চাইছে
বারেবারে ; দরজায় কড়া নাড়ে সন্ধ্যা ।

সেই সকাল থেকে দেখছি
তুমি, পুরানো চিঠিগুলো ,
উল্টে পাল্টে দেখছ,
একটি পোস্টকার্ড পড়লে ;
একবার দুই বার, বারবার ।

সেই সকাল থেকে দেখছি,  
মন্দিরের মাটির প্রতিমা ।
গৃহলক্ষীর চোখ দিয়ে, অবিরত
গড়িয়ে চলেছে জলধারা ।
তেলশূন্য সন্ধ্যা প্রদীপ!
শুকনো শলতে পুড়ছে ।

আমার চোখের পাতা দু'টি
অবিরাম পরিশ্রমে , ভীষণ ক্লান্ত ;
তবুও ঘুম নেই দু'চোখে-
সেই সকাল থেকে দেখছি ।

____________