দু'চোখে আর ঘুম আসে না
রাতের আকাশে তারারা,
চাঁদের কলঙ্ক খোঁজে সারাক্ষণ !
মেঘ যদিও ঘন অন্ধকার হয় ক্রমে
তবু আসে না ঘুম দু'চোখে
আগে চোখে ক্লান্তি ছিল, ছিল স্বপ্ন
মানুষ ঠিক ই একদিন সূর্যে যাবে
হাজার বছর পরে কিংবা
লক্ষ কোটি বছর পরেও হতে পারে
'জিজীবিষারা, জানবে সেদিন
কিভাবে পৃথিবীর ঘোর অমানিশা দূরীভূত
অনর্গল জ্বলন্ত নক্ষত্রের আলোয় !

কি ভীষণ গাড় অন্ধকার ঘীরে আছে পৃথিবীকে
সারারাত কত কত, কত শত
জোনাকি আলো দিয়েছে
কত বার ভেবেছে
কত বার দেখেছে মলিন হতে চাঁদের আলো
দূর থেকে এইসব দেখে সূর্য
দেখে আর হাসে অন্তরালে
আমাদের বেঁচে থাকা
কেবলই দুঃস্বপ্নকে আঁকড়ে ধরে

অযোধ্যার উত্তরাধিকার যুদ্ধে কিম্বা
কুরুক্ষেত্র এর সমরাঙ্গনে নয়
নয় সাত সাগরে
পঞ্চ মরুভূমিতেও নয়
মানুষ ই কন্ঠে ধারণ করেছিল
পৃথিবীর উত্থিত যত বিষ
তাইতো মহেশ্বর হয়েছিল 'নীলকন্ঠ'

এত কিছু হয়েছিলো, এতসব হয় তবু
আমার দু'চোখ এ ঘুম নেই
"সঞ্জয় ' কুরুক্ষেত্র এর হাল হকিকত
বর্ণনা দিচ্ছে ধৃতরাষ্ট্রকে
সে যুগে সঞ্জয় এর কাছে
টেলিস্কোপ কিম্বা দূরবীন ছিল কি ?
'শকুনী'র পাশার দান
'নকুল' ছাড়া বুঝেছিল কে ?
সেই সব অযোধ্যা কুরুক্ষেত্র
ব্যাবিলন মিশর‌ লন্ডন চীন
শ্রীলঙ্কা সুমাত্রা আজ ইতিহাস
____