জোছনা নরম , হালকা শিশিরে যেন
রাতের রূক্ষতা নেই প্রাণে ;
কত মৃত সূর্য, ফিরায়ে এনেছি
দোয়েল ময়নার , গানে গানে ।
নিস্তব্ধ সন্ধ্যা আসে, জিয়লের ডালে
মাধবি লতায় , বনো তল ।
কত শঙ্খচিল, উদভ্রান্ত ইতস্তত
হারিয়ে ফেলেছে, তার দল ।
সেই সব কবেকার কথা, সে সবের কথা
স্বপ্নে আসে , ফিরে ফিরে ।
দেখিলাম, ঝাঁকে ঝাঁকে, বুনো হাঁস রাতদিন
বকুল বনে, খেলা করে ।
তোমার অস্বাভাবিক লম্বা হাত , নিরন্তর
আমার , তাড়িয়ে চলেছে ।
সারাদিন এলোমেলো হেঁটেও দেখি -
তোমার গতি আমার পিছে ।
আজিকে নেতাজীর দেশপ্রেম, অপ্রাসঙ্গিক
ঢের ভালো, নচিকেতার গান !
এই শোনো, তুমি কি আমায়, ভালোবাসা ?
ফড়িং কীট, কান্নার অবসান ।