সারাটা পৃথিবী আজ কঠিন অসুখে ভারাক্রান্ত
চোখেরবাইরে হাতের নাগাল হতে অসীম
সর্বত্র ঘিরে আছে অমাবস্যার গাঢ় অন্ধকার
জীবনের সকল পদক্ষেপ যেন দুঃস্বপ্নের ছায়া
চারপাশে শুধু ক্রন্দন ধ্বনি কর্ণকুহর বিষময়
চিতার আগুনে পোড়া মাংসের গন্ধে নাসারন্ধ্র অবরুদ্ধ জীবন যেন মৃত্যু উপত্যকায় অপেক্ষায়
লাশের উপর লাশ রেখে হাটছে জগৎ
এ কোন ঝড়ের মুখোমুখি আজ বসুন্ধরা
আর কত প্রাণ দিলে বলিদান
তবে শান্ত হবে মহাপ্রলয়
সর্বক্ষণ চলছে অসম লড়াই
কর্মহীন ছন্দহীন জীবনের
মুহূর্ত গুলি মাটিতে পদদলিত রক্তাক্ত
দশদিকে শুধু হাহাকার আর আর্তনাদ
কোথাও প্রাণ নেই আছে শুধু হিংসা আর হানাহানি।
কোথাও প্রাণ নেই সজিবতা নেই
সত্যি সত্যি কি তাই
দেখ ওই লাল সৈনিকের দল
ওদের চোখে দেখ উচ্ছ্বাস
ওদের বুকে আবেগের প্লাবন
তারা সদা জাগ্রত অতীন্দ্রিয় অকুতভয়
ওদের মুখে মুখরিত জিঘাংসা
এখনো তো যুদ্ধ হয়নি শেষ-
হোকনা চারিপাশ শুধু লাশের ধ্বংস স্তূপ
তবু কেন হিংসায় উন্মত্ত চারিধার
বোধেরা আজ নির্ঘুম সারারাত ।
ওই শোনো লাল সৈনিকের
মুখে মুখে মুখরিত গান--
আমরা হারিয়েছি কত প্রিয় মুখ
আরো ,আরো কত শত হারাবো আগামীতে
তবুও আমরা হেঁটে যাব
হয়তো হাঁটতে হাঁটতে ক্লান্তি আসবে পায়ে
হয়তো রাস্তার ধুলোবালি কাকর রক্ত স্নাত হবে
তবু আমাদের ফেরারি মন জয় করবে জীবন
আমরা গেয়ে যাব জীবনের জয়গান
আমাদের ভাঙা বুকে প্রেম আছে
ভালোবাসা আছে দুঃখ আছে মৃত্যু আছে জানি
তবু একদিন কেটে যাবে- এই দুঃসহ রাত
দেখো একদিন থেমে যাবে সব কোলাহল
দেখো সমোরাঙ্গনে দাঁড়িয়ে
লাল সৈনিকের দল গাইছে গান - -
মৃত্যুর পরাভব আমরা
আমরা হাঁটছি আমরা হাঁটব স্পর্শের অনুভবে
হাতে হাত দিয়ে বলবো যত না বলা কথা
প্রকৃতির কোলে মাথা রেখে
গভীর ঘুমের মাঝে স্বপ্ন দেখব
সারা বিশ্বে দিগন্তে দিগন্তে
ভালবাসা ও প্রেমের ভাইরাস ছড়িয়ে
আলিঙ্গনে করমর্দনে আবার এক
নতুন পৃথিবী গড়বো
গড়বোই গড়বো অন্য এক নতুন পৃথিবী