নিত্যদিনের সঙ্গী যাদের
অপমান আর চোখের জল ;
তাঁরাই তো বহন করে
তোমার ঘরে অন্নজল ।
কখন ভোর আর কখন যে ঘোর
হুস থাকে না ওই মনে ;
নুন আনতে তার পান্তা ফুরায় ,
দিনগুজরান অনটনে ।
সূর্য দেখি ঘুমাতে যায়
সারাদিন ক্লান্তি মুখে !
তুমি ঘুমাও আমি ঘুমাই
ঘুম নেই যে ওদের চোখে ।
হাড় ভাঙা খাটুনি খেটে
জুটবে কি তার চোখের জল ?
বিধাতাও নিষ্ঠুর কেন ,
এটাই কি তার কর্মফল ?