রাম রাবনের যুদ্ধ , এঘটনা
আমরা রামায়ণ পড়ে জানি
বাল্মীকির লেখা চোদ্দকান্ড বিবরণ, থাক
শোন তবে বলি অন্য এক কাহিনী
সূর্পনখা সবিনয়ে বলেন রামকে
সুন্দরী আমি হতে পারি তোমার প্রেয়সী
বলেন হেসে রাম শোন রমনী
বৌ আছে ঘরে, চাই না অন্য কোনো দাসী
সূর্পনখা এর পরে লক্মণকে ধরে, বলে
হাই হ্যান্ডসাম আই লাভ ইঊ
লক্ষ্মণ কহে হেসে, ঘরনী আছে দেশে
এক্সকিউজমি গুড বাই সি ইঊ
তাছাড়া শুনো হে নারী সুদাই তোমারই
দেশ ছেড়ে আমি হয়েছি বনবাসী
তুমি রূপসী হতে চাও প্রেয়সী
কিভাবে করিব তোমারে কাজের মাসী
ভীষণ অবহেলায় যন্ত্রনায় ব্যাথায়
চিৎকার করে দাদা রাবনকে ডাকে
লক্ষ্মণ তখন করিয়া নিরুক্ষণ
তীর ক'রে তাক সূর্পনখার নাকে
এর পরের ঘটনা আমাদের সকলের জানা
যুদ্ধ শুরু হয় রাম রাবণের মধ্যে
প্রথম প্রপোজ দিতে পারে লড়াইয়ের খোঁজ
এসব কথা হাতির মাথা বুঝবে কি সাধ্যে
ঋষি বাল্মীকি রামায়ণ রচনা করিয়াছেন যিনি
বলেছেন কি কভু এমন ইতিহাস
সকল কামনার জন্ম বিনাশে হয় নিমগ্ন
এটাই জানিও নিয়তির পরিহাস।