কোথায় হারিয়ে গেলে,
এসেছিলে উল্কার মতো ;
এসেছিলে খুশি র আলো জ্বেলে ।
হঠাৎ কেন মিলিয়ে গেলে
হারিয়ে গেলে আমাকে ছেড়ে ,
কত কত আলোকবর্ষ দূরে !
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
চিৎকার করে তোমার নাম ধরে, চিৎকারে -
বুকের ভিতর ফাঁকা হয়ে যায়।
পুরুষের ক্রন্দন ধ্বনি,
কর্ণগোচর হয়না অন্যের ।
মনের মধ্যে সুনামি বয়ে চলে
ইতস্তত দিকভ্রষ্টের মতো ছুটি ।
ত্বরণের মতো বাড়ে শ্বাস প্রঃশ্বাসের গতি !
স্মৃতিরা গুলো টর্নেডো চালায় মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে ।
আমাকে উন্মাদ পাগল করে
তুমি কি ,নিঃশব্দে নির্বাশনে গেলে তুমি ?