শব্দ গুলি ছন্দ পেয়ে
ভাষায় পাগল পারা ;
ছন্দ গুলি অন্তমিলে -
দ্বন্দ্বে দিশেহারা ।
পাণ্ডুলিপি নিয়ে খেলে -
আরশোলা আর ইঁদুর !
ডায়েরির পাতা গুলি সব ,
হারানো গানের সুর ।
চুল গুলি সব এলোমেলো
অগোছালো কাপড় ;
ফুটপাতে কবির কবিতা ,
তেলে ভাজা পাপড় ।
খাতাও নেই , কলম ও নেই
স্বভাব কবি মুখে ;
শোনো ভাই কবিতা বলি -
অসুখ বিসুখ সুখে ।