রজনীগন্ধা ,আর গন্ধরাজে ;
ঝগড়া করে প্রতি সাজে ।
রজনীগন্ধা যেখানে সেখানে -
বলে বেড়ায় জনে জনে ।
বলছি আমি, শোনো সবে ,
সেরা আমি , কি গন্ধে কি সৌরভে ।
গন্ধরাজে ,নরম মেজাজে-
তবে বিচার হোক সভামাঝে ।
বলো দেখি সূর্যমুখী ,আমি কি
কখনো রজনীগন্ধার গন্ধ সুখি ?
রজনীর গন্ধ হলো কবে !
থাকি আমি বিপুল বৈভবে ।
সূর্যমুখী ,সব শুনে বলে -
শোনো মন দিয়ে, শোনো সকলে ।
সেরা হওয়া সোজা কথা নয় !
শুধু গন্ধ তে , না সে সেরা হয় ।
সবার সেরা হতে গেলে ,
কাজে ও নামে ,সেরা হওয়া চাই ।
তবে বলি, শোনো হে রজনী ;
তুমি হয়োনা অভিমানী ,
মুখ পানে চাও ।
আমি গন্ধরাজ , রাজা আমি-
হতে পার রানী তুমি ;
যদি হাত বাড়াও ।