একদিন বসে , কি করি শেষে -
মনকে, করি জিজ্ঞাসা ;
এত কীসের কাজ, এত চঞ্চলতা-
শুধুই করো, যাওয়া - আসা ?
জানিনা এমন , কেন হয় মনে ;
হতে পারে ভালোবাসার টানে ।
এমন অধীর ,অকারণে অস্থির ;
নিরব বিধাতা, জানে সেজনে ।
কিছুক্ষণ পরে, চুল গুলি নেড়ে -
চোখ দুটোকে , করি ইশারা ।
তুমি ছাড়া কি আর , কেউ নেই !
সর্বক্ষণ , দিয়ে যাচ্ছ পাহারা ?
চোখ বলে আমি , কিই বা করি !
করে সবই , রেটিনা আইবল ।
অন্ধ হলেই, শেষ হবে কাজ ,
শেষ হবে, কাজের ধকল ।
একটু সময় পর , অনেক চিন্তার
মাথাকে করি প্রশ্ন ;
সব কিছুতেই , তুমিই বা এত -
ঘামো কীসের জন্য ?
তুমি দেখছো , ঘামছে মাথা ,
আসলে , ঘামছে সর্বাঙ্গ !
মাথা ঘামা , শেষ হবে তখন ;
যখন , জীবন হবে সাঙ্গ ।