নীল আকাশ মাঝে মাঝে মেঘ,
যেন মলিন ছেঁড়া কালো গামছা ভাসছে।
ভাবিনি সেদিন -
আমার ও চোখের বাইরে ছিল এমন রাত !
চাঁদ তারা আজ, সূর্য থেকে কতো দূরে।
এমন জমাট রাত মুখচোখহীন ?
এ বিদগ্ধ দেহে -
কেবলই শুধু জীবন মৃত্যুর সংলাপ ;
কেন তুমি একা এসেছিলে
কেন ই বা তুমি একা তাও ?
আমি যে এ বিশ্বে অনিমন্ত্রীত অতিথি।
               ______