বৃষ্টির ইলশেগুঁড়ি
এর মাঝে থাকা না থাকা
শোনা না শোনার ছড়াছড়ি
তোমার সাথে কতকালের সম্বন্ধ
নীড়বতায় অসাড়তায়,
হাসি,ঠাট্টা,খিলখিলানো শব্দে
নিঝুম রাতের কান্নায় !
প্রিয় তুমি কাঁদতে,
কাঁদতে কাঁদতে ঘুমাতে ,
আমি কান্নার সঙ্গী
ভীষণ একা তোমাতে ।
ঘুমভাঙানো ভোর, আর কিছু বাক্য
তবুও আলাদা হয়ে ,পর্দা সরিয়ে
ভীষণ দাপটে আসা বাতাসে ,
চন্দ্রমল্লিকার ঘ্রাণে ,
নিঃশ্বাস নেই একা!