যেখানে উদ্দাম একাকীত্বের মাঝে আমি ঝড়ে পড়ি ,
বিবস্ত্র ঝড়ে নিংড়ানো চারা গাছের মতো মুষড়ে পড়ি ,
আজন্ম আলগ্ন স্কন্ধ বোঝায় ঝলসে পড়ি ,
আমি বিষণ্ণ,বিবর্ণ একাকীত্বে ডুকরে উঠি ।

যেখানে নদী না যায় সাগর , যেখানে জল শ্যামল
দুর দুরান্ত ভূলোক ভেদী ,গগনে উঠেছে আলোক,
মোর আলোড়ন সৃষ্টি গড়ে , বৃষ্টি হয়ে ঝড়ে
অবাক বিশ্ব ,একি দৃশ্য, অবনীর গড়া ধাঁচে  ।

মায়ার লোকে , মনের কোঠায় দেয়নি কো কেউ ঠাঁই
আমি বিশ্বজুড়ে প্রেম খুঁজেছি , পাইনি কোনোটাই,
মনের মাঝে মন খুঁজেছি, বনের মাঝে মানুষ
বুনো মানুষ হুঁশ হারানো , হালকা সবুজ ফানুস ।

ঘরের মাঝে ঘর খুঁজেছি,ঘর ছিলনা তা
টাকার নেশায় ঝলসে কাঁদে প্রেমের সাগর টা ,
অহংকার আর গর্বভাবে যে বা মানুষ রয়
মরণব্যাধির প্রগাঢ় প্রকোপ ,খুবলে ছিঁড়ে হয়  ।

যে বা মনে থাকে না সৃজা , যে স্থানে নেই প্রেম
যেই মনেতে রাত দিনেতে মোক্ষ , মুক্তি নেই ,
সে যে হৃদয় ভাঙল আমায় , একলা পথিক আমি
পুঁজছি আজও কৃষ্ণবাণী , আত্মপূর্ণ জানি ।