আম্মু তোমায় পড়ে মনে
বিদেশ বিভুই বিহান পানে
আম্মু তোমার কোলের পাশে
ঘুমিয়ে যেতাম বাচ্চা হয়ে
চাদের পাশে তারা ঘুমায়
রোদের পাশে ছায়া
তোমায় ছাড়া ঘুম আসে না
কাঁদছি একা একা
তোমার শ্বাসে তোমার কোলে
শুতাম আমি রোজ
তোমার গন্ধে চুমুর আদর
পেতুম আমি রোজ
আম্মু ছাড়া ঘুম আসে না
একলা জেগে রই
মনটা করে হাপুস হুপুস
গোমরা হয়ে রই
আম্মু আম্মু করে মন
আম্মু হাসে সারাক্ষণ
আম্মু ভালো আম্মু ভালো
কোলে যাব আর কতক্ষন??