হ্যাঁ আমি এক বিরহী
আমি এক অতৃপ্ত ,দৃপ্ত বিরহী
আমি নই আমরা ,শত শত পিপীলিকা
হেঁটে চলে উপকূলে দুর্বার
জ্বালানি যোগানো নষ্ট কয়লার অভিশাপ।
কিছু স্বপ্ন বিনির্মাণ
মোক্ষ থেকে মুখ্যমুখী স্বার্থাভিলাষ
ফোঁটা ফোঁটা জলে মায়ার আবাস।
চাতকীগুলো উড়ে যায় আকাশে
বৈরাগী হেসে বলে,
সত্য অর্থ কি?